উত্তরদিনাজপুর

আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল প্রার্থীর প্রচার অভিযান

হাতে আর মাত্র দিন কয়েক বাকি। এরপর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উৎসবে মেতে উঠবে সারা রাজ্য। এই নির্বাচনকে কেন্দ্র করে ডান কি বাম প্রতিটি রাজনৈতিক দলের প্রচার অভিযান তুঙ্গে। এই নির্বাচনে কেউ আছে প্রবীন তো কেউ নবীন। এমনি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের প্রবীন তৃনমূল প্রার্থী দীপা সরকার, তিনি এবারে কালিয়াগঞ্জের বরুনা গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। যদিও তিনি রাজনীতি সম্পর্কে কিছুই জানতেন না। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে জেতার লক্ষ্যে দলীয় কর্মীদের সাথে নিয়ে রোড ও গ্রামের কাদা রাস্তা অতিক্রম করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার কার্যে নেমে পড়েছেন। তৃনমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান। 

        এদিন পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী দীপা সরকার জানান, বিগত দিনে এই অঞ্চলের উন্নয়ন বলতে কিছুই হয়নি। প্রধান সমস্যা রাস্তা যা অল্প বৃষ্টিতে চলাচল অযোগ্য হয়ে পড়ে। তার সাথে বিশুদ্ধ পানীয় জলের ব্যস্থা নেই। তিনি জয়ী হয়ে আসলে এই দুই জলন্ত সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দেন। তিনি প্রচারে বেরিয়ে যেভাবে সারা পাচ্ছেন তাতে করে জয়ের দিক থেকে তিনি ১০০ শতাংশ আশাবাদী। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/cFxskg_htSo